• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কথা রাখতে পারেননি খলিল, গরুর মাংসের দাম বাড়িয়েছেন ১০০ টাকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ১০:৪৯ এএম
কথা রাখতে পারেননি খলিল, গরুর মাংসের দাম বাড়িয়েছেন ১০০ টাকা
খলিল গোস্ত বিতানে ক্রেতাদের ভিড়। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তর শাহজাহানপুরের মাংস ব্যবসায়ী খলিলুর রহমান রমজান মাসের ২৫ তারিখ পর্যন্ত ৫৯৫ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছিলেন। খলিল গোস্ত বিতানে রোজার প্রথম দিন থেকে তিনি ওই দামে মাংস বিক্রি শুরু করে💛ন। তবে ১০ রোজা শেষ হও🌸য়ার আগেই তিনি মাংসের দাম কেজিতে ১০০ টাকা বাড়িয়ে দিয়েছেন।

একটি সংবাদমাধ্যমকে খলিলুর রহমান বলেন, “খামার থেকে যে দামে গরু কিনতে হচ্ছে, তাতে ৫৯৫ টাকা দরে মাংস বিক্রি করে পোষাতে পারছিলাম না। লোকসানে পড়তে হচ্ছে। ক্রেতাদဣের ভিড় অনেক। বাধ্য হয়ে মাংসের দাম কেজিতে ১০০ ▨টাকা বাড়াতে হয়েছে।”

খলিলুর রহমান জানান, এখন 𝐆থেকে তা꧂র দোকানে প্রতি কেজি গরুর মাংস ৬৯৫ টাকায় পাওয়া যাবে।

বাজারে যখন ৭০০-৭৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রি 🌜হচ্ছিল, তখন খলিলুর রহমান ৫৯৫ টাকায় মাংস বিক্রির ঘোষণা দেন। এরপর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষ সারিতে দাঁড়ি🐽য়ে খলিল গোস্ত বিতান থেকে রমজানের শুরুর দিন থেকে মাংস কিনেছেন।

লোকসানে পড়ার কারণ জানতে চাইলে খলিলুর রহমান বলেন, “আগে কিছুটা কম দামে গরু কিনতে পারছিলাম। কিন্তু এখন আর আগের দামে গরু পাচ্ছি না। আমার নিজের যেহেতু খামার নেই, তাই বাড়তি দামে গরুর কেনা হলে মাংসের দাম না বাড়িয়ে উপায় থাকে না।ꦕ আমি ভেবেছিলাম, বর্ডার খুলে দেওয়া হবে (ভারত থেকে গরু আমদানি করা যাবে)। এতে কম দামে গরু পাওয়া যাবে। সেটা করা হলে আগের দামে মাংস বিক্রি করা সম্ভব হতো। নানামুখী চাপে আছি ভাই।”

Link copied!