নির্বাচন কমিশনে (ইসি) আয়-ব্যয়ের হিসাব দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। মঙ্গলবার (৩০ জুলাই) দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল এ হিসা🅺ব জমা দেন।
ইসি থেকে বেড়িয়ে রেজাউল ইসলাম🅰 ভূইয়া বলেন, “২০২৩ সালে দলের আয় হয়েছে ৩ কোটি ২২ লাখ ৭৯ হাজার ৮৩১ টাকা। ব্যয় হয়েছে ১ কোটি ১৩ হাজার ১৮ হাজার ৫২৫ টাকা। ব্যয়ের চেয়ে আয় বেশি হয়েছে ২ কোটি ৯ হা♊জার ৬১ হাজার ৩০৬ টাকা।”
জাতীয় পার্টির দেওয়া তথ্যমতে, ২০২২ সালে দলটির আয় হয় ২ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছি💮ল ১ কোটি ২৮ লাখ ৩ꦏ৭ হাজার ৫৪২ টাকা।
এর আগে ২০২১ সালে আয় হয় ২ কোটি ৯ 𝔍লাখ ৮৫ হাজার ১৫৪ টাকা। 🤡ব্যয় হয়েছিল ৮৪ লাখ ৬৮ হাজার ১৩৪ টাকা।
প্রতি বছর ৩১ জুলাই🍌য়ের মধ্যে নিবন্ধিত দলগুলোর আগের বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়ার বিধান 💛রয়েছে।