আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীত🌄ির লক্ষ্যমাত্রা বাস্তবায়ন চ্যালেঞ্জ হব💖ে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের সভাপতি ড. আতিউর রহমান।
শুক্রবার (৭ জু꧙ন) উন্নয়ন সমনꦕ্বয়ের বাজেট প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
ড. আতিউর রহমান বলেন, “২০২৪-২৫ অর্থবছরের বাজেটের ঘাটতি মেটাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিলে ব্যক্তি বা বেসরকারি খাত চাপে পড়বে। ঘাটতি ৪ দশমꦍিক ৬ শতাংশের পরিবর্🌠তে ৪ শতাংশ হলে ব্যাংকের ওপর চাপ ৫৬ হাজার কোটি টাকা কমে আসতো।”
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে আরও বাস্তবভিত্তিক হতে হবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, “আসছে বছর সংযমী হয়েই কম প্রকল্প বাস্তবায়নে যাবে সরকার। বাজেটে সংকোচনভাব প্রত্যাশিত হলেও শিক্ষা ও স্বাস্থ্য খাতকে𝄹 সংকোচনের বাইরে রাখা উচিত।”
আই🌸এমএফের চাপ থাকা সত্ত্বেও কৃষি ও জ্বালানিতে ভর্তুকি অব্যাহত রাখায় সরক⛦ার বেশ মুন্সিয়ানা দেখিয়েছে বলে জানান আতিউর রহমান। তিনি বলেন, “যারা কর দেন তাদের ওপর চাপ না দিয়ে নতুন করদাতা তৈরি করতে হবে। ধূমপান কমিয়ে আনতে সিগারেটের দাম আরও বাড়াতে হবে; সুযোগ রয়েছে। দাম আরও বাড়ালে ১০ হাজার কোটি টাকার মতো অতিরিক্ত রাজস্ব আদায় হতো।”