• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৪, ০৩:৪০ পিএম
যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়
ভোটকেন্দ্র। ফাইল ফটো

দরজায় কড়া নাড়ছে জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তাই ভোটার হিসেবে আপনি কোন ভোট🍌কেন্দ্রে গিয়ে ভোট দেবেন সেটি গুরুত্বপূর্ণ। সঠিক⛄ কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না।

কারণ ভোট দিতে হলে আপনার ভোট কেন্দ্রের নাম এবং ভোটার হিসেবে আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর জানত🌄ে🐎 হবে।

আপনি কোন ভোটকেন্দ্র🌜ে যাবেন তা জেনে নেও๊য়া যাবে থেকে।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রতিটি🎉 নির্বাচনী আসন ধরে ধরে ভোট কেন্দ্রে✤র তথ্য উল্লেখ করা আছে।

তবে এখান থেকে আপনার কেন্দ্র কোনটি꧙ সেটি জানতে হলে আগে জানতে হবে, আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনের কত নম্বর ওয়ার্ডের ভোট💟ার।

এটি জানা থাকলে ওই আসনের ভোটকেন্দ্রের তালিকায় আপনার ওয়ার্꧙ডের ভোট কোন কেন্দ্রে হবে সেটিꩵ আপনি দেখে নিতে পারবেন।

ভোটকেন্দ্র হিসেবে সাধারণত স্থানীয় বꦗিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকেই ব্যবহার করা হয়।

গত নির্বাচনের সময় এসএমএস এর মাধ্যমে ভোটকেন্দ🥃্র সম্পর্কে জানার ব্যবস্থা থাকলেও সেই সুযোগটি এই নির্♛বাচনে নেই।

তবে এবার ভো𓃲টকেন্দ্র সম্পর্কিত সব তথ্য আপনি জানতে পারবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি (smartelectionmanagement.BD) নামে একটি অ্যাপ থেকে।

এই অ্যাপটি চালু কর💧েছে নির্বাচন কমিশন। অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করা যাবে।

একবার ইন্স🦹টল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য জানা যাবে।

এসব তথ্যের মধ্যে, বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন ꦜতার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর বা ভোটিং সিরিয়াল নম্বরসহ বিভিন্ন তথ্য থাকে।

এমনকি আপনি কোন আসনের ভোটার এবং ওই আসনে কোন কোন প্রার্থী কী কী প্রতীকে প্রতিদ্বন্দ্বিত𒊎া করছেন- সে সম্পর্কিত যাবতীয় তথ্যও জেনে নিতে পারবেন এই অ্যাপ থেকে।

Link copied!