ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য সরকার প্রয়োজনীয় সব কিছুই কর𒐪ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ💫্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে আহতদের দেখতে ভিড় না জমাতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) গিয়ে চ💃িকিৎস♎াধীন আহতদের খোঁজ-খবর নেওয়ার সময় একথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা রোগীর পাশাপাশি কথা বলেন স্বজনদের সঙ্গে। বিভিন𓃲্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সঙ্গেও।
এ সময় রোগীদের সবশেষ পরিস্থিতি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তুলে ধরেন চিকিৎসকরা। পরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সব কিছুই কಌরছে সরকার।