রাজধানীর নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা♕ ঘটেছে।
শুক্রবার (৫ জা𓃲নুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার সময়ে এ ঘটনা 🀅ঘটে।
নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আল🐻ামীন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটಞনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা যায়, সাড়ে ৬টার সময়ে মোটরসাইকেল করে একাধিক লোক প🌜রপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা শনাক্ত করা যায়নি।
এসআই আলামীন বলেনꦆ, “চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে র♕য়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছি।”