• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এনআইডি সেবা বাড়াতে নতুন উদ্যোগ ইসির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০২:০৫ পিএম
এনআইডি সেবা বাড়াতে নতুন উদ্যোগ ইসির
এনআইডি। ফাইল ফটো

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাগ্রহীতাদের সঠিক পরামর্শ দিতে নতুন সেল গঠন করেছে নি꧃র্বাচন কমিশন (ইসি)। অফিস চলাকালীন নাগরিকদের এনআইডিবিষয়ক নানা পরামর্শ দিয়ে সহযোগিতা প্রদান করবে এ সেল।

রোবব꧂ার🍸 (১০ সেপ্টেম্বর) ইসির জনবল শাখার উপসচিব খোরশেদ আলম স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতি কর্মদিবসে অনেক সেবাপ্রার্থী এনআইডি সংক্রান্ত সেবা গ্রহণের লক্ষ্যে নির্বাচন ভবনে এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটি🌱উট ভবনে আসেন। আগত সেবা গ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত জানা ও সেবাগ্রহীতাদের পরামর্শ প্রদান এবং এ সংক্রান্ত কার্যক্রমের জন্য ৯ কর্মকর্তাকে নিয়ে দুটি সেল গঠন করা হয়েছে।

এতে ইসির উপসচিব মো. রোকুনুজ্জামানকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে একটি সেলে সদস♕্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব মো. আবুল হোসেন, সহকারী সচিব বেগম নুর নাহার ইসলাম, মুহাম্মদ মন꧅িরুজ্জামান ও মাহবুব রোমান চৌধুরীকে।

এ ছাড়া উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেনকে সুপারভাইজিং কর্মকর্তা নিয়োগ করে অন্য সেলটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহা, সহকারী🌄 সচিব মো. লুৎফার হোসেন ও নির্বাচন কর্মকর্তা বেগম জেবুন নাহারকে।

অফিস আদেশে আরও বলা হয়, সুপারভাইজিং কর্মকর্তা প্রতি সপ্তাহে সম্পাদিত কাজের একটি প্রতিবেদন সচিবকে বরাবর দাখিল করবেন, প্রতিবেদনে সেবাগ্রহীতাদের অসুবিধা/সুপারিশ/মতামত সুস্প🐼ষ্টভাবে উল্লেখ করবেন এবং প্রতিবেদনে নিজস্ব মতামত/সুপারিশ উল্লেখ ক♔রবেন।

এর আগে ❀মাঠ পর্যায়ে༺ জেলা ও উপজেলা বা থানা নির্বাচন কার্যালয়েও এমন হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!