ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আলমিনা দেওয়ান মিশু নামের এক তরুণ চিকিৎসকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) গণমা🦩ধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে, সোমবার ✃(৭ জুলাই) রাত সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্𝔉যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে তিনি মারা যান।
ডা. আলমিনা দেওয়ান ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ তিনি বাংলাদেশ শিশু ও ম🅘াতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইসিএমএইচ) গাইনি অ্যান্ড অবস বিভাগে রেসিডেন𒊎্ট (৩৯ ব্যাচ) হিসেবে অধ্যয়নরত ছিলেন।
স্বা🤡স্থ্য অধিদপ্তরের শোক বার্তায় ডা. আলমিনা দেওয়ান মিশুর আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।