শব্দদূষণের ক্ষতিকর প্রভাব থেকে মানুষকে মুক্ত রাখতে সচেতনতার অংশ হিসেবে রোববার (১৫ অক্টোবর) এক মিনিট শব্দহীন থাকবে ঢাকা মহানগর। ওই দিন সকাল🅠 ১০টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত শব্দহীন꧒ থাকবে।
ꦡবৃহস্পতিবার (১২ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফার෴হিনা আহমেদ।
ফারহিꦇনা আহমেদ বলেন, “এক মিনিট বড় বিষয় নয়, বিষয়টি হলো একটি বার্তা দেওয়া। এটি যে একটি অপরাধ, সেই বার্তা দেওয়া।”
ফারহিনা আহমেদ আরও বলেন, “শব্দ সচেতনতামূলক কার্যক্র🦋মের অ🥃ংশ হিসেবে ‘শব্দদূষণ বন্ধ করি, নীরব মিনিট পালন করি’ প্রতিপাদ্যকে সামনে এই কর্মসূচি পালন করা হবে।”