রাজধানীর পল্টন মোড়ে তিনটি ক🃏কটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সো﷽মবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ🃏্চিত করেছেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন।
সালাউদ্দিন বলেন, “পল্টন মোড়ে সন্ধ্যার দিকে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে ꦫএ ঘটনায় কেউ আহত হয়নি। জড়িতদের ধরতে আমরা কাজ🀅 করছি।”
বিএনপির ডাকা নবম দফায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন সোমবার। এদিন দুপুর ২টা ২৩ মিনিটে গুলিস্তান🍰ের জিরো পয়েন্টে জ্যামে আটকে পড়া তানজিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।