নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা ꦡভঙ্গ করার কারণে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফ꧑িজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
ভোট গ্রহণের শেষ পর্যায়ে 🦩এসꦆে রোববার (৭ জানুয়ারি) তার প্রার্থিতা বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চꦍিত করেছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসি সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্﷽ধান্ত নিয়েছে কমিশন।
মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে আচরণবিধি লঙ্ঘনের দায়ে মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহ꧑িনীর প্রতি হুমক▨ি প্রদর্শন করেছেন তিনি। চরম আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার এই প্রার্থিতা বাতিল করা হয়েছে।
জানা যায়, রোববার সকাল সাড়ে ১১টার দিকে একট𒀰ি ভোটকেন্দ্রে ভোট গ্রহণে বাধা দেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গফুরকে আটক করে পুলিশ। পরে থানায় এসে ওসিকে ধম⛄কান এমপি।
কয়েক দিন আগেও এমপি মোস্তাফিজুর ওসি তোফাজ্জলকে ফোন দিয়ে কোনো পুলিশ তার ল🌃োকের ওপর হাত দিলে হাত কেটে ফেলার হুমকি দেন।
আসনটিতে মোস্তাফিজুর ছাড়াও আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মুজিবুর রহমান ও ট্রাক প্🐽রতীকের আব্দুল্লাহ কবির নির্বাচনে অংশ নিয়েছেন।