রাজধানীর ফকিরাপুল এলাকার একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক নামের এক ব্যবসায়ীর মরদেহ উদꦐ্ধার করা হয়েছে🌸।
শনিবার (১৩ জানুয়ারি) বেলা আড়াইটা🎐র দিকে হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তথ্যটি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সোহাগ চৌধুꦍর𒊎ী।
সোহাগ চৌধুরী গণমাধ্যমকে বলেন, 𝄹“নিহত নাজমুল হক ফকিরাপুলের তাজমহল নামের হোটেলে ১১ জানুয়ারি ওঠেন। খবর পেয়ে শনিবার হোটেলের দ্বিতীয় তলার দুই নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
সোহাগ চৌধুরী আরও বলেন, “নাজমুল হকের বাড়ি সোনারগাঁও থানার কুতুবপুর। তার বাবার নাম হযরত আলী। ত💯িনি গার্মেন্টসের জুট কাপড়ের ব্যবসা করতেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ꧒অভিযোগ পাওয়া গেলে সে অনুযায়ী তদন্ত করা হবে বলে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”