• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ২ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘বিএনপি আরেকবার ক্ষমতায় এলে সব গিলে খাবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৭:৫৯ পিএম
‘বিএনপি আরেকবার ক্ষমতায় এলে সব গিলে খাবে’

বিএ🍌নপি আরেকবার ক্ষমতায় এলে সব গিলে খাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্র🏅ী ওবায়দুল কাদের।

তিনি বলেꦦছেন, “বিএনপি ক্ষমতায় এলে 🧸বিদেশি ঋণ, গণতন্ত্র ও নির্বাচন গিলে খাবে। সুযোগ পেলে তারা বাংলাদেশও গিলে খাবে।”

শুক্রবার (১১ নভেম্বর) যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে স🌄োহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা ෴বলেন।  

বিএনপি নেতাকর্মীদের🎐 উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “প্রস্তুত হয়ে যান, জবাব দেওয়া হবে। বিএনপি বলে ‘ঘি’ খাওয়ার জন্য ঋণ নিয়েছে।”

ওবায🌟়দুল কাদের বলেন, “খেলা হবে বিএনপির বিরুদ্ধে, আগুন সন্ত্রাস, ভোটচুরি ও ভুয়🐎া ভোটার কেন্দ্রে আনার বিরুদ্ধে।”

যুবলীগের চেয়ারম্যান শে🌠খ ফজলে শামশ পরশের সভাপতিত্বে যুব মহাসমাবেশ পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সভা মঞ্চের সামনে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উ♈ত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে ও জাতীয় সংগীত গেয়ে ঐতিহ্যবাহী এ সংগঠনের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন করে।

Link copied!