• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৭১ ও সময় টিভির টকশো বর্জন করল বিএনপি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৬:৪১ পিএম
৭১ ও সময় টিভির টকশো বর্জন করল বিএনপি

বে𝄹সরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি ও সময় টিভির টকশো বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও হাইকমান্ডের অনুমোদনক্রমে সাময়িকভাবে দলটি এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) গণমাধ্য🤡মকে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির ম🔯িডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, “কয়েকটি টিভি চ্যানেলের মালিকপক্ষ সরকারি দলকে খুশি করতে উলঙ্গভাবে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের নে🌊তা তারেক রহমানের বিরুদ্ধে শত্রুতামূলক প্রতিবেদন করেই চলছে। কখনো কখনো টকশো মঞ্চের উপস্থাপক অথবা উপস্থাপিকাসহ গোটা মঞ্চটাই পরিকল্পিতভাবে সাজানো হয় আমাদের দল ও নেতৃত্বকে হেয় করতে। এমতাবস্থায় দলের সিনিয়র আলোচকদের পরামর্শ ও যথাযথ হাইকমান্ডের অনুমোদনক্রমে আমরা ৭১ টিভি ও সময় টিভির টকশো সাময়িকভাবে বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “আমাদের দলের আলোচকদের অনুপস্থিতির কারণে দর্শকদের কাছে সংশ্লিষ্ট টকশো 🤪ও চ্যানেল দর্শকশূন্যতায় পর্যবসিত হবে। তখনই কেবল তারা আমাদের দর্শক-শ্রোতাদের পছন্দ ও সত্য তথ্য দিতে বাধ্য হবে।”

৯ আগস্ট থেকে পরবর্তী ঘ🔴োষণা না আসা পর্যন্ত এ বর্জন চলবে বলেও জানান বিএনপির এই নেতা।’

Link copied!