আগামী ১০ ডিসেম্বরের পর দেশ খালেদা জিয়ার কথায় চলবে বলে🐬 মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
তিনি বলেছেন, “নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকা♏রের অধীনে। জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, লোডশেডিং বন্ধ ও জনগণকে গণতন্ত্র ফিরিয়ে দিতে ঘোষিত কর্মসূচিতে আমাদের ৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে।”
শনিবার (৮ অক্টোবর) সকালে বাং💖লাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৩তম প্রতিষ্ঠাব💎ার্ষিকী উপলক্ষে সেগুনবাগিচায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নেতা-কর্মীদের উদ্দেশে আমান উল্লাহ আমান বলেন, “প্রস্তুতি নিন, নতুন🦋 কর্মসূচি আসছে। কাঁচপুর ব্রিজ, টঙ্গী ব্রিজ, মাওয়া রোড, আরিচা রোড, টেকনাফ থেকে তেঁতুলিয়া෴, রূপসা থেকে পাথুরিয়া-সারা বাংলাদেশ বন্ধ করে দেবেন। এই ‘বাংলাদেশ’ চলবে না।”
ডাকসুর সাবেক ভিপি বলেন, “ইতোমধ্যে পাঁচজন রক্ত দিয়েছেনꦇ। মৃত্যুর পূর্ব মুহূর্তে তারা বলেছে, আমাদের রক্তের ঋণ তখনই শোধ হবে যখন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, যখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে।”
এ দেশে ✃বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না বলেও উল্লেখ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির🤡 আহ্বায়ক।