• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


৮৬ ইঞ্চি টিভির ছবি তুলছেন সবাই, কিনছেন না কেউ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৪, ০৫:১৬ পিএম
৮৬ ইঞ্চি টিভির ছবি তুলছেন সবাই, কিনছেন না কেউ
৮৬ ইঞ্চি টেলিভিশন। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতি বছরই সর্ব☂োচ্চ দামে টেলিভিশনে সবার আগ্রহ বেশি 🐬থাকে। এবারও রয়েছে। মেলায় ৮৬ ইঞ্চি টেলিভিশনের দাম হাঁকানো হচ্ছে ৩ লাখ ১৯ হাজার ৯০০ টাকা। যা ২৫ শতাংশ ডিসকাউন্টে ২ লাখ ৩৯ হাজার ৯২৫ টাকায় বিক্রি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, ভিসতা প্যাভিলিয়নে সর্বোচ্চ দামে 𒐪টেলিভিশন দেখতে ভিড় জমাচ্ছেন দর𝓡্শনার্থীরা। কেউ ভিডিও করছেন কেউবা টেলিভিশনের সঙ্গে ছবি তুলছেন।

দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের বাণিজ্যমেলায় সর্বোচ্চ দাꦓমে টেলিভিশন এনেছে ভিসতা। টেলিভিশনে দর্শনার্থীদের সাড়া পাওয়া গেলেও বিক্রি তেমন ন෴েই।

প্যাভিলিয়নের দায়িত্বে থাকা এক বিক্রয়কর্মী সংবাদ প্🌌রকাশকে বলেন, “এতো দামে টেলিভিশনের চাহিদা মূলত উচ্চ বিত্তশালীদের। কারণ মধ্যবিত্ত বা সাধারণ মানুষ এতো দামে টেলিভিশন কিনবে না।”

ওই বিক্রয়কর্মী আরও বলেন,✃ “৮৬ ইঞ্চি টেলিভিশন ছাড়াও আমাদের প্যাভিলিয়নে দেড় লাখ টাকা দামেরও টেলিভিশন আছে। আবার লাখ টাকার নিচেও আছে। শুরু থেকে এখন প♔র্যন্ত বিক্রি ভালো হচ্ছে বলা যায়।”

বাণিজ্যমেলায় ৩ লাখ টাকা দামের টেলিভিশনের কথা শুনে পরিবার নꩲিয়ে প্যাভিলিয়নে এসেছেন মো. ছান🎀োয়ার হোসেন। টিভির ভিডিওসহ পরিবার নিয়ে ছবি তুলতে দেখা যায় তাকে।

মো. ছানোয়ার হোসেন সংবাদ প্রকাশকে বলেন, “প্রতি বছরই মেলায় বেশি দামে টিভি আছে। শুনলাম এবারও নাকি এসেছে। তাই এলাম। ত𒆙বে এতো বড় টিভি কেনা🍨র পক্ষে আমি না। কারণ টিভির যে দাম, তাতে আমাদের মতো সাধারণ মানুষ কিনতে পারা কষ্টকর।”

ছানোয়ার হোসেন আরও বলেন, “বাণিজ্যমেলা আসলে বাণিজ্যের জন্য। গতবার পণ্যগুলোর যে দাম ছিল, এ বছর তার দ্বিগুণ বলা চলে। যদিও অফার থাকে, তবুও আমাদের কাছে বেশি হয়ে যায় দাম। কারণ নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছি আমরা। এরপর আবার মেলায় এসে যদি বেশি দামে পণ্য কিনি পরিবারের জন্য তা🤡হলে বেতনের শিটে টাকা কম পড়ে যাবে। যার ঘাটতি টানতে হবে তিন-চার মাস।”

Link copied!