চলতি বছরের নভেম্বর মাসে সড়ক,♔ রেল ও নৌপথে সম্মিলিতভাবে ৬৬৮টি দুর্ঘটনায় ৭০৯ জন নিহত ও ৮৪০ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সংগঠ💙নের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়, মোট দুর্ঘটনার ৬০ দশমিক ৫৮ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৭ দশমি♉ক ৪৭ শতাংশ জাতীয় মহাসড়কে, ৪ দশমিক ৯৫ শতাংশ ফিডার রোডে সংঘটিত হয়। এ ছাড়া সারা দেশে সংঘটিত মোট দুর্ঘটনার ৫ দশমিক ৬৩ শতাংশ ঢাকা মহানগরীতে, শূন্য দশমিক ১৭ শতাংশ চট্টগ্রাম মহানগরে এবং ১ দশমিক ১৯ শতাংশ রেলক্রসিংয়♌ে সংঘটিত হয়েছে।
নভেম্বরে দুর্ঘটনায় আক্রান্তদের মধ্যে ২৮৪ চালক, ৮৭ পথচারী, ৮৫ নারী, ৮৯ শিশু, ৫০ পরিবহন শ্রমিক, ৭৪ শিক্ষার্থী, ২৩ জন রাজনৈতি❀ক দলের নেতাকর্মী, ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে দুজন এনএসআই সদস্য, ১২ জন পুলিশ সদস্য, একজন সেনাসদস্য, ৯ জন শিক্ষক, একজন আইনজীবী, দুজন প্রকৌশলী, একজন মুক্তিযোদ্ধা, দুইজন চিকিৎসক এবং সাতজন সাংবা🎉দিকের পরিচয় মিলেছে।
নিহতদের মধ্যে ২২৫ চালক, ৮৪ জন পথচারী, ৫৯ নারী, ৫৭ শিশু, ২৩ পরিবহন শ্রমিক, ৪৯ শিক্ষার্থী, ১৬ জন বিভিন্ন রাজনৈতিক দলের ন🍸েতাকর্মী, ৯ শিক্ষক-শিক্ষিকা, পাঁচ সাংবাদিক, দুই চিকিৎসক ও একজন এনএসআই সদস্যের পরিচয় মিলেছে।
সড়কে সংগঠিত দুর্ঘটনার কবলে পড়েছে ৩০ দশমিক ৪৭ শতাংশ, মোটরসাইকেল ২৫ দশমিক ৩৭ শতাংশ; ট্রাক, পিকআপ, কাভার্ডভ্যান ও লরি ১১ দশমিক ৮১ শতাংশ, বাস ১৩ দশমিক ৮৮ শতাংশ🅰, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক ৯ দশমিক ৫০ শতাংশ, নছিমন-করিমন ৬ দশমিক ৭২ শতাংশ; কার, জিপ, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশা ২ দশমিক ৬৬ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৫৯ দশমিক ৮৯ শতাংশ গাড়িচাপায়, ১৭ দশমিক ৫৭ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ১১ দশমিক ২৬ শতাংশ খাদে পড়ে, ৯ দশমিক ৮৯ শতাংশ 💎বিবিধ কারণে, ১ দশমিক ১৯ শতাংশ ট্রেন-যানবাহন সংঘর্ষ এবং শূন্য দশমিক ১৭ শতাংশ চাকায় ওড়না পেঁচিয়ে সংঘটিত হয়েছে।
পর্যবেক্ষণের ভিত্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বলছে, বিপজ্জনক অভারটেকিং, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন, ফুটপাত বেদখলে থাকা, রেলক্রসি༒ং ও মহাসড়কে হঠাৎ ফিডার রোড থেকে যানবাহন উঠে আসা, ছোট যানবাহন ক্রমশ বৃদ্ধি, বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সার্ভিস লেন না থাকা, রিকশা, গুরুত্বপূর্ণ জংশন, রাস্তার মোড় ও বাস স্টপেজগুলোতে যানজট তৈরি করায় দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশ বাড়িয়ে দিচ্ছে।