বিএনপির মহাসচিব মির্জা ফখরꦡুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পরাজিত করতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামা ছাড়া কোনো উপায় নেই🅷।
রোববার (২৯ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সদ্য প্রয়াত🎉 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর ও শত নাগর⛎িক জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ড. মুস্তাহিদুর রহমানের স্মরণসভায় এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আমাদের আর বসে থাকার সুযোগ নেই। রাস্তায় নামতে হবে। এছাড়া উপায় নেই। আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছি আমাদের পাশাপাশি আপনারা যারা বিভিন্ন পেশার আছেন সবাই ক🐽িন্তু আক্রান্ত হচ্ছি। কেউ কিন্তু বাদ পড়ছেন না। তাই সবাইকে কিন্তু নেমে আসতে হবে।”
সরকারে𝐆র সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন, ‘“এরা এখন দেশবিরোধী শক্তিতে পর𒁃িণত হয়েছে। তাই এদের পরাজিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে এদের পরাজিত করতে হবে।”
মির্জা ফখরুল আরো বলেন,𝄹 “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কারণ ছাড়াই ছাত্রদলের মিছিলে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।&⛦rdquo;