দেশের বাজারে টানা তৃতীয় মাসে বাড়ানো হলো সিলিন্ডারে বিক্রি হওয়া তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দাম। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার 🌠কারণ দেখিয়ে এমনটা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই𒊎 দাম বাড়ানোর ঘোষণা দেন কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল।
বাংলাদেশ এনার্জি রেগুলেট💖রি কমিশন-বিইআরসি মূসকসহ প্রতি কেজি এলপিজির দাম ৮২ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৮৬ টাকা ০৭ পয়সা নির্ধারণ করেছে।
নতুন মূল্ꦬযহার অনুযায়ী সবচেয়ে বেশি প্রচলিত ১২ কেজি ওজনের একট꧅ি এলপিজি সিলিন্ডারের দাম পড়বে মূসকসহ ১০৩৩ টাকা।
আব্দুল জলিল জানান, আগস্ট মাসের সৌদ𒆙ি সিপি বা পাইকারি মূল্যহারের সঙ্গে সমন্বয় করে সেপ্টেম্বর মাসের জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে এ দাম কার্যকর হবে।
এর আগে গত অগাস্ඣট মাসে প্রতি কেজি এলপিজির দাম ৮ টাকা করে বাড়ানো হয়েছিল। জুলাই মাসে প্রতি কেজি এলপিজির খুচরা মূল্য ৭০ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছিল ৭৪ টাকা ২৪ পয়সা।