• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘উপমহাদেশে বীমাশিল্পের পটভূমি ও আমাদের বর্তমান’ বইয়ের মোড়ক উন্মোচন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৯:১৩ এএম
‘উপমহাদেশে বীমাশিল্পের পটভূমি ও আমাদের বর্তমান’ বইয়ের মোড়ক উন্মোচন

‘উপমহাদেশে বীমাশ𒊎িল্পের পটভূমি ও আমাদের বর্তমান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর একটি ভবনে আন⛄ুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মো♛চন করা হয়। বইটি আহমদ ফারুকের সংগ্রহ ও সম্পাদনায় জাগতিক প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বহুমুখী শিল্পো🔴দ্যোক্তা আবদুল আউয়াল মিন্টু। তিনি বইটি সম্পর্কে বলেন, “বীম♔াশিল্পের ওপর গুরুত্বপূর্ণ একটি বই হাতে পেয়ে আমরা আনন্দিত। বীমাশিল্পের ইতিহাস নিয়ে লেখা বইটি পড়ে বীমাশিল্পের সঙ্গে যুক্ত অনেকেই উপকৃত হবেন।”

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক ও বীমা চিন্তক কাজী মোরতুজা আলী। তিনি বলেন, “বীমা সম্পর্কে এ দেশের তরু✤ণদের জানতে হবে। শুধু কর্মচারী নয়, বীমাশিল্পে তরুণ উদ্যোক্তাদের আসতে হবে।”

অনু🃏ষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। তিনি বলেন, “বইটির সম্পাদক আহমদ ফারুক সাহেব একটি ঐতিহাসিক কাজ করেছেন, যা𒐪 দেশের প্রত্যেকটি ইন্স্যুরেন্স কর্মীর পড়া উচিত।”

অতিথি বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন এশিয়ান রি-ইন্স্যুরেন্স করপোরেশনের ইভিপি ও মেম্বার বোর্ড অব ম্যানেজমেন্ট আলমগীর কবির। তি𝔉নি বলেন, “প্রকাশিত বইটি বাংলা🌃দেশের বীমা সেক্টরে মাইলফলক হিসেবে থাকবে। এরপর রি-ইন্স্যুরেন্স নিয়েও বাংলাদেশে অনেক কাজ করা বাকি। কাজ করার আগে ঠিক করতে বর্তমান ম্যানেজমেন্ট ও মানসিকতা।”

এ ছাড়া অনুষ্⛄ঠানে উপস্থিত ছিলেন বীমাশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বꦅিভিন্ন পেশাজীবী পর্যায়ের ব্যক্তিরা।

সাহিত্য-সংস্কৃতি বিভাগের আরো খবর

Link copied!