অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাহাদাত হোসেনের কবিতার বই ‘ভায়োলেন্স ইন দ্য ফ্লাওয়ার’। এটি লেখকের প্রথম বই। বইটির প্রচ্ছদ করেছেন লেখক নিজেই। বইটি প্রকাশ করছে নোটবুক প্রকাশন। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে আলোর ঠিক🎐ানা 🔯প্রকাশনীর (স্টল নং— ৪৯৪) স্টলে। এর মূল্য ১৬০ টাকা।
একটা টাইম ট্র্যাভেল থেকে ফিউচারিস্টিক পর্যন্ত লেখক তার কল্পনাগুলো 𓃲কবিতায় সাজিয়েছেন। শেষ দৃশ্যে তুমি, অ্যালকোহলের ঘ্রাণ, বসন্তেরꦆ নাট্যমঞ্চ, আইয়্যামে জাহেলিয়াতের ফুল, কবিতাগুলো বইটির বিশেষ অর্থ বহন করেছে।