অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও আদিবাসী গবেষক সব্যসাচী পাহাড়ীর কিশোর কবিতার বই ‘বাংলা নামের কন্যা’। বইটি প্রকাশ🎐 করেছে আনন প্রকাশন। বইটির মূল্য ২২০ টাকা।
বইটিতে আছে দেশ ও মানুষের স্বপ্নের ছন্দময় বেশ কয়েকটি কবিতা। এটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের আনন প্রকাশনের স্টলে (স্টল নং : ৫৬৫)।