• ঢাকা
  • শনিবার, ১৭ আগস্ট, ২০২৪, ২ ভাদ্র ১৪৩১, ১১ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চিত্রগ্রীব


মৃন্ময় চক্রবর্তী
প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ০২:৫৪ পিএম
চিত্রগ্রীব

গোরুরগাড়িতে যেতে যেতে দেখেছিলাম
চিত্রগ্রীব, লুকোনো কন্দরের ধান, ঠোঁটের আনন্দে মেতে ওঠা,
কেশরে রেশমি আভা আলোর মোহন, সেই কবে! 
আমার হাততালি হয়তো পড়ে আছে মাঠের ধুলোয়,
আর তাদের আশমানি নাচ।

ফসল তো উঠে গেছে বহুকাল, চাষির উঠোনে।
তবু স্বপ্নের আঁধারে কারা, অজুহাতে 
এমন গ্রীবার ছন্দ ছিন্ন করে দেয়,
ক্ষেত্রপালের থান খুশি করে রক্তের আহ্লাদে!

আমি দেখি কর্তিত নয়নাভিরাম শির
পালকের ছিটে এসে লাগে গভীরে আমার।
 

Link copied!