অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক ফারজানা ববির থ্রিলার উপন্যাস ‘নিষিদ্ধ নগরী’। এটি লেখকের চতুর্থ বই ও দ্বিতী🍌য় থ্রিলার উপন্যাস। বইটি প্রকাশ করেছে এশিয়া পাবলিকেশনস। এর প্রচ্ছদ করেছেন শাহরিয়ার মাহমুদ। বইটি পাওয়া যাচ্ছে বইমেলায় এশিয়া পাবলিকেশনসের ১৩—১৬ নং স্টলে।
শহরের ܫব্যস্ততার ভিড়ে হারিয়ে গেল একজন যুবক। যার সরব উপস্থিতি ছিল তার গণ্ডিতে, সে কোথাও নেই। কোথায় গেল সে? হারিয়ে গেল নাকি গুম? নাকি খুন অথবা আত্মহত্যা? কোথায় সে?— এমন একটি রহস্যময় আবহের মধ্য দিয়ে পাঠক বইটি পড়ে রোমাঞ্চ হবেন।