• ঢাকা
  • বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪, ৩ পৌষ ১৪৩১,

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভ্রমণের আদবকেতা


ঝুমকি বসু
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২২, ০৫:১৮ পিএম
ভ্রমণের আদবকেতা

ঘুরতে ভালোবাসে না এমন মানুষ বোধহয় কমই আছে। রোজকার একঘেয়ে জীবন থেকে ছুটি নিয়ে মাঝেমাঝে অন্য কোথাও হা♔রিয়ে যেতে কার না ভালো লাগে। কিন্তু এই হারিয়ে যাওয়ার মাঝেও মানতে হয় কিছু সহবত। রয়েছে ভ্রমণের জন্য কিছু টিপস।

কী করবেন 
১. সহযাত্রীদের সঙ্গে সহযোগিতামূলক মনোভাব রাখুন। টিকি🐈ট কেটেছেন বলে পুরো জায়গা দখল না 🦂করে পাশের জনকেও ঠিকঠাক বসার সুযোগ দিন।

২. যে জায়গায় ভ্র🍎মণে যাচ্ছেন সেখানকার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। এলাকার মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করুন।

৩. আপন🌃ার সহযাত্রী যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন, তাহলে তার প্রতি যত্নশীল হন। খেয়াল রাখুন আপনার আচরণে তার যেন কোনো অসুবিধা না হয়।

৪. ভ্রমণে যদি কোনো গাইড থাকে তাহলে তার কথা মেনে চলুন। নইলে আপনিꦑ বিপদে পড়তে পারেন।

৫. ঠিক সময়ে স্টেশ🗹ন বা এয়ারপোর্টে পৌঁছান। বাসা থেকে সম🌱য় হাতে নিয়ে বের হবেন।  

কী করবেন না
১. নিজে যদি সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারেন, তাহলে অন্যকে দোষারোপ করবেন নাꦅ।

২. সহযাত্রীদের বিব্রত করবেন না। জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে র🎃াখবেন না। আপনার জিনিসপত্রের কারণে যেন অন্য কারো অসুবিধা না 𝔍হয়।

৩. সহযাত্রীদের সঙ্গে ঝগড়া বা বিবাদে যাবেন না।

৪. জোরে জোরে গান শুনব🎃েন না কিংবা ফোনে চিৎকার করে কথা বলবেন না।

৫. গ্রুপ ট্যুরে গেলে সময়মতো তৈরি হবেন যাতে সবাইকে আপনার জন্য অপেক্ষা ক꧅রতে না ᩚᩚᩚᩚᩚᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ⁤⁤⁤⁤ᩚ𒀱ᩚᩚᩚহয়।

৬. ভ্রমণের জায়গায় আপনার 🔜অব্যবহৃত জিনিস দিয়ে রাস্তাঘাট অপরিষ্কার করবেন না।

Link copied!