• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ঝামেলা ছাড়াই দেয়ালের পুরোনো ‘ওয়ালপেপার’ তুলে নিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৪, ০৮:৪১ পিএম
ঝামেলা ছাড়াই দেয়ালের পুরোনো ‘ওয়ালপেপার’ তুলে নিন
ছবি: সংগৃহীত

ঘরের সৌন্দর্য বাড়াতে ওয়ালপেপার লাগিয়ে নেওয়া হয়। একেক ঘরের ধরণ অনুযায়ী একেক ধরণের ওয়ালপেপার লাগানো হয়। দেয়ালে ওয়ালপেপার লাগিয়ে নিলে সৌন্দর্যই বেড়ে যায় কয়েকগুণ। কিন্তু ওয়ালপেপার পুরোনো হয়ে গেলে কꦆিংবা কোথাও নষ্ট হয়ে গেলে তা পাল্টে নিতে হয়। ওয়ালপেপার তুলতে গেলেই বাধে♏ বিপত্তি। দেয়ালের রং নষ্ট হয়ে যায়। কিংবা কোথাও কোথাও দাগ হয়ে থাকে। তখন আবারও নতুন করে দেয়ালে রং করে নিতে হয়। তাই দেয়ালের ক্ষতি না করেই ‘ওয়ালপেপার’ তোলার কিছু কৌশল জেনে রাখতে পারেন।

বড় দেয়ালে ‘ওয়ালপেপার’ থাকলে তা তুলতে অভিজ্ঞ কর্মীর প্রয়োজন হবে। ছোট দেয়ালের ‘ওয়ালপেপার’ নিজেই তুলে নিতে পারবেন।🎶 বাষ্পযন্ত্র বা ‘স্টিমার’, পানি, ভিনিগার কিংবা বিশেষ রাসায়নিক দিয়ে সহজেই ওয়ালপেপার তুলে নেওয়া যায়।

  • ওয়ালপেপার তোলার আগে দেয়ালে থাকা ‘সুইচ বোর্ড’ প্লাগ পয়েন্ট টেপ দিয়ে ঢেকে দিন। নয়তো পানি বা ক𒅌োনো রাসায়নিক প্লাগ পয়েন্টে ঢুকে শর্ট সার্কিট হতে পারে।
  • ওয়ালপেপার তোলার আগে ✱তাক, ছবি বা অন্য কিছু ঝুলানো থাকলে তা সরিয়ে নিন। 
  • বাষ্পের সাহায্যে ‘ওয়ালপেপার’ তুলে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে ৩০ সেকেন্ডের বেশি দেয়ালের কোথাও একটানা বাষ্প যন🔴্ত্র ধরে রাখা যাবে না। 
  • ইস্ত্রি করার জন্য 🍷‘স্টিম আয়রন’ ব্যবহার করেন অনেকে। তা দিয়ে ওয়ালপেপার তুলে নেওয়া⛄ যাবে। 
  • ‘ওয়ালপেপার꧋’ তুলতে মিনিট পাঁচেক ভালো করে বাষ্প দিন। বে🎃শ কিছুক্ষণ পর ছুরি দিয়ে ‘পেপার’টি তুলে ফেলার চেষ্টা করুন। সহজেই উঠে যাবে। প্রয়োজনে আরও কিছুক্ষণ বাষ্প দিতে পারেন। একসঙ্গে পুরো দেওয়াল বাষ্প দেবেন না। বরং একটু একটু করে বাষ্প দিয়ে ‘পেপার’ তুলে নিন। 
  • ভিনেগার ব্যবহার করেও ওয়ালপেপার তুলে নেওয়া যাবে। একটি স্প্রে বোতলে অর্ধেক ভিন𒀰িগার ও অর্ধেক পানি মিশিয়ে নিন। এটি ওয়ালপেপারের দেয়ালে স্প্রে করুন। ভালোভাবে ভিজিয়ে নিন। দেয়ালের কোণে কিছু অং𒉰শ তুলে নিন। এরপর ধীরে ধীরে টান দিলেই ‘ওয়ালপেপার’ উঠে আসবে।
  • বিশেষ ধরনের রাসায়নিক জে𝓀ল দিলে ওয়ালপেপার তুলে নিতে পারেন। স্পঞ্জ বা স্প্রের সাহায্যে জেল দেয়ালে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ওয়ালপেপার তুলে নিন।
Link copied!