• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাদা কাপড় নতুনের মতো ধবধবে রাখবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৪, ০৬:০১ পিএম
সাদা কাপড় নতুনের মতো ধবধবে রাখবেন যেভাবে
সাদা রঙের যে কোনও পোশাকই আলাদা কাচতে হবে। ছবি: সংগৃহীত

রঙিন পোশাক যতই সুন্দর হোক না কেন ধবধবে সাদা পোশাকের ওপর মানুষের ❀আকর্ষণ বরাবরই বেশি। সাদা শুনলেই মনে হয় শুদ্ধতা আর পরিচ্ছন্নতার কথা। আর এই সাদা রং যতটা সুন্দর, তার যত্ন নেওয়া ততটাই কঠিন। ঘামে ভিজলেও দাগ হয়ে যায়। আর অন্য কোনও লাগলে তো কথায় নাই। তাই সাদা রঙের কাপড়ের চায় বিশেষ যত্ন। চলুন জেনে নেই সাদা রঙের কাপড় নতুনের মতো ধবধবে রাখার কৌশল-

  • সাদা কাপড় ব্যবহারের পর বাতাসে শুকিয়ে নিতে হয়। কাপড়ে ঘামের দাগ পড়ে গেলে সেই দাগ উঠতে চায় না।
  • সুতির সাদা কাপড় ভেজানোর আগে ডিটারজেন্ট পানিতে ভালোভাবে গুলে নিতে হয়। কাপড়ের ওপর কখনওই সরাসরি ডিটারজেন্ট ঢেলে দেওয়া উচিত নয়।
  • মনে রাখতে হবে, সাদা রঙের যে কোনও পোশাকই আলাদা কাচতে হবে। হাতে কাচাই সবচেয়ে ভাল। অন্য রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে ধোবেন না। এতে অন্য রঙের পোশাক থেকে রঙ উঠে সাদা কাপড় নষ্ট হয়ে যেতে পারে।
  • অনেকে সাদা কাপড় ধবধবে রাখার জন্য ব্লিচিং পাউডারও ব্যবহার করে। কাপড়ে ব্লিচিং পাউডা ব্যবহার করা থেকে বিরত থাকুন। ব্লিচিং পাউডার সাময়িকভাবে জামা সাদা করতে পারে, তবে এটি তন্তুগুলো নষ্ট করে দেয় এবং দুর্বল করে দেয়। যা পরে রং পরিবর্তন করতে পারে বা ছিঁড়ে যেতে পারে।
  • শার্টের কলার এবং কাফস পুরোটা সময়ই শরীরের সঙ্গে লেগে থাকে। ফলে শার্টের অন্যান্য জায়গা থেকে সেই জায়গাগুলোতে বেশি ময়লা জমে এবং কালচে হয়ে যায়। তাই শার্ট ধোয়ার সময় সেই কঠিন ময়লাগুলো তুলে ফেলতে হবে আগেই।
  • অনেক সময় দাগ উঠতে চায় না। সেক্ষেত্রে পানির সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট বানিয়ে সেই পেস্ট কাপড়ের দাগযুক্ত জায়গাগুলোতে লাগিয়ে সারারাত রেখে সকালে ধুয়ে ফেলুন। আপনি ধোঁয়ার ক্ষেত্রে ওয়াশিং মেশিন কিংবা সাধারণ পদ্ধতি যেটাই ব্যবহার করুন না কেন সেখানে বেকিং সোডা যুক্ত করতে পারেন। এতে সাদা কাপড়ের উজ্জ্বলতা অনেকটা বেড়ে যায়।
  • সাদা শার্টে যদি দাগ লেগে যায়, তা হলে সেই জায়গাটা আগে ধুয়ে নিতে হবে। দাগ লাগা জায়গায় খানিকটা কাপড় কাচার সাবান লাগিয়ে রাখুন। ব্রাশের সাহায্য কিছুটা ঘষে নিবেন। এতে করে স্কিন থেকে শার্টে উঠে আসা দাগগুলো চলে যাবে।
  • বেশিক্ষণ না ভিজিয়ে রেখে হালকা গরম পানিতে সাদা শার্ট ধুয়ে নিন। এতে ময়লা, দাগছোপ তাড়াতাড়ি উঠে যাবে। তবে পানি বেশি গরম নয়।
  • অনেকেই সাদা পোশাকের রং ধরে রাখতে নীল ব্যবহার করেন। এক্ষেত্রে নীল স্বল্প মাত্রায় নিয়ে পানিতে ভাল করে গুলিয়ে নিতে হবে। নীল যদি জলে ঠিকমতো না মেশে, তা হলে কাপড়ে ছোপ ছোপ দাগ রেখে যাবে।
  • সূর্যের আলোতে শার্ট শুকাতে দিন। কেন না সূর্যের আলো সাদা শার্টের উজ্জ্বলতা আরও বাড়িয়ে তোলে। তাছাড়া ডিটারজেন্টে থাকা অপটিক্যাল উপাদান সূর্যের আলোর সঙ্গে মিশে শার্টকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। তাই সাদা শার্ট শুকনোর জন্য খোলামেলা ও রৌদ্রযুক্ত বারান্দা বিশেষভাবে উপযোগী। 
Link copied!