নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকা𒁃রি ওয়ান ব্যাংক। ব্য😼াংকটি ‘সেলস অফিসার অ্যান্ড সিনিয়র সেলস অফিসার’ পদে ১০০ জনকে নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে দেশের স্বনামধন্য য♑ে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান থেকে স্নাতক পাস হতে হবে🉐।
অভিজ্ঞতা: আবেদনকারীর ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও🌄 আবেদন করতে পারবেন।
বেতন: ২০,০০০-২২,০০০ টাকা (চুক্তিভিত্তিক)। এ ছাড়া ব্যা🦩ংকের নিয়ম অনুযায়ী অন্য 𒊎সুযোগ–সুবিধা।
আবেদনের বয়স: আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৪ বছর হতে হবে।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে করুন।