• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাশিয়ায় নতুন আইন, যুদ্ধে না গেলে যেতে হবে জেলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২২, ১২:৪৯ পিএম
রাশিয়ায় নতুন আইন, যুদ্ধে না গেলে যেতে হবে জেলে

ইউক্রেনে যুদ্ধে অতিরিক্ত তিন লাখ সৈন্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন প্🐬রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জন্য রিজার্ভ সৈ♊ন্যদের ডেকে পাঠিয়েছে সরকার।

সেনাবাহিনীর বাইরে সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত সাধারণ জনগণের অনেকেই এই যুদ্ধে যেতে আগ্রহী নন। 𝔉তাই এই সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছে বিক্ষোভ📖।

সেনাবাহিনীতে যোগদান এড়াতে দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করছে হাজার হাজার রুশ তরুণ। জর্জিয়া ও ফিনল্যান্ড সীমান্তে দেশত্যাগের জন্য দীর্ঘ সারি দেখা গেছে বꦡলে জানিয়েছে বিবিসি।

এরই মাঝে শনিবার একটি ডিক্রি জারি করেছেন পুতিন। এতে বলা হয়েছে, কোন সৈন্য যদি আত্মসমর্পণ করে, সেনাবাহিনী থেকে পালিয়ে যায় অথবা যুদ্ধ করতে অস্বীকৃতি জানায়, তাহলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তবে তথ্যপ্রযুক্তি খাতের কর্মী, ব্যাংকার ও গণমাধ্যমকর্মীদের সেনাবাꦚহিনীতে যোগ দিতে হবে না বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

পুতিনের ওই ঘোষণার পর থেকেই রাশিয়াজুড়ে বিক🐷্ষোভ আরও জোরালো হয়েছে। এই সিদ্ধা🐈ন্তের প্রতিবাদ করায় শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

মানবাধিকার সংস্থা ওভিডি-ইনফোর বরাতে বিবিসি জানিয়েছে, শনিবার রাশিয়ার ৩২টি শহꦚরে বিক্ষোভ থেকে🦩 আটক হয়েছে ৭২৪ জন।

Link copied!