• ঢাকা
  • রবিবার, ০১ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পৃথিবীর সবচেয়ে বেশি সোনা মজুত কোন দেশে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৪:১৫ পিএম
পৃথিবীর সবচেয়ে বেশি সোনা মজুত কোন দেশে
অনেক দেশ এখনো সোনার মজুত করে চলেছে। ছবি : সংগৃহীত

একটি দেশের অর্থনীতির সঙ্গে ওই দেশে সোনার মজুতের বিশেষ সম্পর♑্ক রয়েছে। বিশেষত অর্থনৈতিক অনিশ্চয়তার সময় তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

১৮ শতকের শেষের দিকে ও পরবর্তী শতকের বেশিরভাগ সময় বিশ্বের বিভিন্ন দেশের সরকার এই স্বর্ণমান ব্যাপকভাবে গ্রহণ করে। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েꦚছে, এ ব্যবস্থা যেসব দেশে ꦏচালু হয়েছিল, তারা তাদের নিজস্ব মুদ্রার মান নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ হিসেবে প্রকাশ করে। গত শতকের সত্তরের দশকে এ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়।

তবে অনেক দেশ এখনো সোনার মজুত করে চলেছে। বিশেষ করে, সাম্ꦍপ্রতিক সময়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় মূল্যবান ধাতুটির মজুতও ক্রমেই বাড়তির দিকে।

কেন্দ্রীয় ব্যাংকগুলো আবারও নিরাপদ প্রাথমিক সম্পদ হিসেবে সোনার ওপর আস্থা বাড়াচ্ছে। লন্ডনভিত্তিক ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি) সম্প্রতি জানিয়েছে, কোন দেশের কাছে সবচেয়ে বেশি সোনা মজুত আছে। এই হিসাব ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে সেপ্টেম্বর)🅘 শেষে।

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ཧে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকেꦅ ৮ হাজার ১৩৩ দশমিক ৪৬ টন সোনা মজুত রয়েছে।

ইউরোপের দেশ জার্মানি রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটির মজুত প্রায় ৩ হাজার টনের 🍃বেশি সোনা। জার্মানির পর তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ইতালি। দেশটির রয়েছে প্রায় ২ হাজার টনের বেশি সোনা। 

তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ফ্রান্স (২ হাজার ৪৫১ দশমিক ৮৪ টন)ꦬ। এর পরের তিনটি দেশ হলো—রাশিয়া (২ হাজার ৩৩২ দশমিক ৭৪ টন), চীন (২ হাজার ১৯১ দশমিক ৫৩ টন) ও সুইজারল্যান্ড (১ হাজার ৪০ টন)।

অষ্টম, নবম ღও দশম অবস্থানে যথাক্রমে জাপান (৮৪৫ দশমিক ৯৭ টন), ভারত (৮০০ 💧দধমিক ৭৮ টন) ও নেদারল্যান্ডস ৬১২ দশমিক ৪৫ টন)। 

Link copied!