ইরানি অবরোধ থেকে জাহাজ রক্ষার জন্য হরমুজ প্রণালি এলাকায় যুদ্ধবিমান এফ-১৬ মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরান যাতে কোনো জাহাজ আটক করতে না পারে, সে জন্যই এই 💧পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পেন্টাগন সূত্রের খবর দিয়ে আল-জাজিরা জানায়, ꦺযুক্তরাষ্ট্র এই সপ্তাহের শেষের দিকে উপসাগরীয় অঞ্চলে এফ-১৬ যুদ্ধবিমান পাঠাবে।
এক প্রতিবেদনে এপি জানায়, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালির কাছে দুটি তেল ট্যাংকার আটক করার চেষ্টা করার পর ওই অঞ্চলে ওয়াশিংটনের সামরিক ♓কর্✤মকাণ্ড বেড়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তা ✅বলেন, উপসাগরী অঞ্চলে থাকা জাহাজগুলোকে বাড়তি নিরাপত্তা দিতে এই যুদ্ধবিমান মোতায়েন করা হবে। এর মাধ্যমে সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক উপস🅠্থিতিও বাড়বে।
এ বিষয়ে ইরানের ꦇপক্ষ থেকে বলা হয়, তেহরানের একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগার পর আদালতের আদেশে একটি ট্যাংকার আটক🤡 করা হয়। উপসাগরে প্রায়ই বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজ-ট্যাংকার আটক করে থাকে ইরান।