• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কপ-২৮ সম্মেলন

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অনিশ্চয়তা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৩, ০৯:২১ এএম
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অনিশ্চয়তা
জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অনিশ্চয়তা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ–২৮) এবারের মূল🧸 প্রতিপাদ্য পরিবেশ দূষণ কমানো ও জলবায়ু পরিবর্তনের সমাধানের বিষয়ে আলোচনা। এবারের আসরে জলবায়ু পরিবর্তন রুখতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ✤তবে সম্মেলনের শেষে এসেও বিষয়টি নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। 

রোববার (১০ ডিসেম্বর) 𓄧এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়ಌটার্স এ তথ্য জানিয়েছে।

কপ–২৮ এর আলোচনায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা বা না করা নয়, বরং দূষণ কমিয়ে আনাকে অগ্রাধিকার দিতে চাচ্ছে কয়েকটি দেশ। এ তালিকায় জ্বালান🥀ি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশ সৌদি আরব ও রাশিয়া রয়েছে।

বিগত সপ্তাহ𒉰ে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ‘ওপেক’ তাদের সদস্য ও ওপেক প্লাস জো🐈টের দেশগুলোকে একটি চিঠি দিয়েছে। তাতে সম্মেলনের চুক্তিতে জীবাশ্ম জ্বালানি নিয়ে কিছু থাকলে তা প্রত্যাখান করার অনুরোধ করা হয়েছে। তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের ঐক্যমতে ওপেকসংশ্লিষ্ট দেশগুলো বিরোধিতা করবে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স এ চিঠির বিষয়ে জানতে চাইলে ওপেকের মহাসচিব হাইথাম আল গ🌼াইস এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে এক বিবৃতিতে ওপেক কপ–২৮ সম্মেলনের আলোচনায় দূষণ কমানোর বিষয়ে বেশি গুরুত্ব দিতে চায় বলে জানান তিনি। বিবৃতিতে তিনি বিশ্বে হাইড্রোকার্বনসহ সব ধরনের জ্বালানিতে আরও বেশি বিনিয়োগ করতে হবে বলেও জানান।

🃏ওপেকের পক্ষ থেকে এমন চিঠি দিয়ে সংস্থাটি প্রথমবারের মতো জাতিসংঘ জলবায়ু সম্মেলনের আলো💧চনায় প্রভাব রাখার চেষ্টা করেছে।

Link copied!