• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ, মারা গেলেন সবাই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০১:২৭ পিএম
ডুবে যাওয়া বান্ধবীকে বাঁচাতে দুই তরুণীর ঝাঁপ, মারা গেলেন সবাই

সমুদ্রের কাছে একটি রিসোর্টে ঘুরতে গিয়েছিলেন তিন বান্ধবী। তাদের আর জীবিত ফেরা হলো না। ওই তিন বান্ধবী রিসোর্টের সুইমিং পুলে🌼র পানিতে ডুবে মারা 𝄹গেছেন। ভারতের কর্ণাটকের মাঙ্গালুরুতে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনাG সিসিটিভির ফুটেজে সে চিত্র ধরা পড়েছে।

খবর এনডিটিভি। 

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিনজন হলেন নিশিতা এমডি, পার্বতী এস এবং কার্তানা এন। তারা তিনজনই ইঞ্জিনিয়ারিং বিভাগে শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ছুটিতে ভাজকো সমুদ্রসৈকতের একটি রিসোর্টে গিয়েছিলেন। সেখানে একটি সুইমিং পুলে নেমে এমন করুণ🌞🦂 পরিণতি ডেকে আনেন তারা।

ফুটেজে দেখা যায়, একꦫজন সুইমিং পুলে নামার পর হঠাৎ এর পানির গভীরে চলে যান। এ সময় আরেকজন তাকে বাঁচাতে পুলে নেমে পড়েন। তিনি চেষ্টা করে ব্যর্থ হলে তৃতীয় জন তাদের দুজনকে বাঁচাতে নেমে পড়েন সুইমিং পুলে। এতে তিনজনই পানিতে ডুবে মারা যান।

পুলিশ জানিয়েছে, তাদের মৃতদ꧂েহ পুলে ভাসতে দেখে রিসোর্টের একজন কর্মী পুলিশকে জান൩ান। ঘটনার সময় সেখানে কোনো লাইফ গার্ড ছিলেন না। এমনকি পুলের গভীরতা সম্পর্কে কোনো নির্দেশনাও ছিল না।

মালালুরু পুলিশ কমিশনার অনুপম আগারওয়াল বলেন, পানিতে🃏 ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। রিসোর্টে নিরাপত্তাব্যবস্থা 𝓡দুর্বল থাকায় তাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!