কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিমানের যান্ত্রিক ত্রুটির সমাধান করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভারত থেকে কানাডার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বলে জানিয়꧃েছেন দেশটির প্রেস সচিব। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসা ট্রুডোর রোববার কানাডায় ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু তার বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দে🎃ওয়ায় তাকে আরও দুই দিন ভারতে থাকতে হয়।
কানাডার প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি 🅷মোহাম্মদ হুসেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, “বিমানটির যান্ত্রিক ত্রুটির সমাধান করা হয়েছে। বিমানটি ওড়ার জন্য তৈরি।”
বিবিসিকে পাঠানো এক বিবৃতিতে কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগ সোমবার (১১ সেপ্টেম্বর) নিশ্চিত করেছিল যে প্রধানমন্ত্রীর বিমানে রক্ষণাবেকꩲ্ষণ জনিত সমস্যায় একটি অংশ প্রতিস্থাপন করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছিল, “যাত্রীদের নিরাপত্তা আরএসিএফ-এর জন্য গুরুত্বপূর্ণ এবং প্রাক-ফ্লাইট নিরাপত্তা পরীক্ষা আমাদের ফ্💟লাইট প্রোটোকলের একটি নিয়মিত অংশ। এই সমস্যাটির আবিষ্কার প্রমাণ করে যে এই প্রোটোকলগুলো কার্যকর।”
কানাডার প্রতিরক্ষা বিভাগ জানিয়েছিল🐼, জাস্টিন ⛄ট্রুডোর জন্য আরেকটি বিমান ভারতে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার ভারতের গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মাঝপথ থেকে বিমানটি যুক্তরাজ্যে চলে গেছে। তবে তারা দিল্লির বিমানটি ইতোমধ্🍃যে🃏 ঠিক করা হয়েছিল কি না তা জানায়নি।
জাস্টিন ট্রুডোর বিমান ভ্রমণ সংক্রান্ত সমস্যা এবারই প্রথম নয়। এর আগে ২০১৯ সালে সাংবাদিকদের বহনকারী একটি বিমানের সঙ্গে ট্রুডোর জন্য চার্টার্ড করা একটি 🌱বিমানের ডানার সংঘর্ষ হয়। ওই সময় তিনি বিমানে ছিলেন না।