ভারতের তেলেঙ্গানা রাজ্যে দেশটির বিমানবাহিন👍ীর একটি প্রশিক্ষণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। তাদের একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী।
সোমবার 💙(৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জান𝄹িয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
সোমবার সকালে তেলেঙ্গানা রাজ্যের মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় ﷺবিমানবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেꩲ এক পোস্টে এ কথা জানায়।
পোস্টে বলা হয়, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত ♒প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন আরোহী নিয়ে সেটি আকাশে উড়েছিল।
দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এদিকে ভারতীয় 🍌বিমানবাহিনী ঘটনাটি 🍷তদন্ত করে দেখছে। তবে দুর্ঘটনায় বেসামরিক কেউ হতাহত হননি।