ফ্রান্সে ডি-ডে বা নরম্যান্ডি অবতরণের ৮০তম বার্ষিকী উপলক্ষে সফরকালে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শুক্রবার (৭ জুন) প্যারিসে অনুষ্ঠিত সেই বৈঠকে জেলেনস্কির কাছไে দুঃখ প্রকাশ (সরি) করেছেন জো বাইডেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ🐽 করেছে ব্রিটিশ দৈনিক দ্যা গার্ডিয়ান।
গ🃏ার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহে মার্কিন প্রেসিডেন্টকে জেলেনস্কি অনুরোধ করেন। এসময় ইউক্রেনে অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করে বাইডেন বলেন, “বিল পাস সংক্রান্ত জটিলতার কারণেই দেরি হচ্ছে অস্ত্র পাঠাতে।”
জো বাইডেন বৈঠকে নতুন করে আরও ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়ে বলেন, যಌেভাবে লড়াইটা চালিয়ে যাচ্ছে কিয়🐎েভ তা অসাধারণ। আমরা সবসময় ইউক্রেনের পাশে আছি।
এদিকে, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, নতুন করে দেওয়া মার্কিন সামরিক সহাযಌ়তায় ইউক্রেনের বাহিনী বিশেষ করে খারকিভের আশেপাশে রুশ অগ্রগতি ঠেকাতে সক্ষম হয়েছে। রাশিয়ানরা সত্যিই থমকে গেছে।
উল্লেখ্য, ফ্রান্সের সংসদের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে দেয়া বক্তৃতায় জেলেনস্কি ইউক্রেনের বর্তমান সময়কে দ্বিতীয় �🔯�বিশ্বযুদ্ধ চলাকালীন ভয়াবহ সময়ের সঙ্গে তুলনা করেন।