বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন൲্ট ভ্লাদিমির পুতিন। আঞ্চলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই এ অস্ত্র ব্যবহার করা হবে বলে ঘোষণা দেন তಌিনি।
সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে বক্তৃতায় প্রেসিডেন্ট ভ্লাদ꧒িমির পুতিন বলেন , রাশিয়া ইতিমধ্যেই বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্রের প্রথম ব্💫যাচ স্থাপন করেছে। এসব পারমাণবিক অস্ত্র রাশিয়ার অঞ্চল বা রাজ্য হুমকির মুখে পড়লেই ব্যবহার করা হবে।
তবে বিবিসি এক প্রতিবেদনে জানায়, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে এমন কোনো ইঙ্গিত &nbs🍒p;দেখছে না মার্কিন সরকার।’
জানা গেছে, বেলারুশ রাশিয়ার একটি প্রধান মিত্র এবং গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পুতিনের পূর্ণ মাত্রায় আক্রমণের জন্য একটি ♊লঞ্চপ্যাড হিসাবে কাজ করেছিল। গ্রীষ্মের শেষ নাগাদ কৌশলগত পারমাণব𒊎িক ওয়ারহেড স্থানান্তর সম্পন্ন করা হবে বলে মন্তব্য করেছেন পুতিন।