• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাম মন্দির উদ্বোধন করে আবেগে আপ্লুত মোদি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৪, ০৬:৫২ পিএম
রাম মন্দির উদ্বোধন করে আবেগে আপ্লুত মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : হিন্দুস্তান টাইমস

অযোধ্যায় রﷺাম মন্দির 💯উদ্বোধন করে আবেগে আপ্লুত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (২২ জানুয়ারি) মন্দিরের উ🔯দ্বোধন উপলক্ষে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন ♓খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়।

রামমন্দিরের সামনে বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, “রাম ভারতের আস্থা। রাম ভারতের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ। রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যাপক। রাম বিশ্বাস। রাম বিশ্ব 🐷আত্মা। এই কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তার প্রভাব হাজার বছর ধরে হয়✤।”

নরেন্দ্র মোদি আরও বলেন, “রাম আগুন নন, রাম উর্জা। রাম হলেন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাౠধান। রাম শুধু আমাদের নন,  সকলের। রাম শুধু বর্তমানের নয়, চিরকালের।”

সূত্র : হিন্দুস্তান টাইমস 

Link copied!