অযোধ্যায় রাম মন্দির উদ্বো🍬ধন করে আবেগে আপ্লুত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্💜দ্র মোদি।
সোমবার (২২ জানুয়ারি) মন্দিরের উদ্বোধন উপ💮লক্ষে আয়োজিত ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ সময় রামমন্দিরের প্রধান কক্ষে রামের মূর্তির চোখের বাঁধন খুলে দেওয়া হয়। এর মাধ্যমে বিগ্রহের ‘প্রাণপ্রতিষ্ঠা’ সম্পন্ন হয়।
রামমন্দিরের সামনে বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, “রাম ভারতের আস্থা। রাম ভারত🤪ের আধার। রাম ভারতের বিচার। রাম ভারতের বিধান। রাম ভারতের চেতনা। রাম ভারতের চিন্তন। রাম ভারতের প্রতিষ্ঠা। রাম ভারতের প্রতাপ। রাম প্রবাহ। রাম নিত্য়তা। রাম নিরন্তরতা। রাম ব্যাপক। রাম বিশ্বাস। রাম বিশ্ব আত্মা। এই কারণে রামের প্রতিষ্ঠা যখন হয় তখন শুধু বছর বা শতাব্দী ধরে নয়, তার প্রভাব হাজার বছর ধরে হয়।”
নরেন্দ্র মোদি আরও বলেন, “রাম আগুন নন, রাম উর্জা। রাম হল💟েন শক্তি। রাম বিবাদ নয়, রাম সমাধান। রাম শুধু আমাদের নন, সকলের। রাম শুধু বর্তমানের নয়, চিরকালের।”
সূত্র : হিন্দুস্তান টাইমস