• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৪, ০৮:৪৭ এএম
নাইজেরিয়ায় রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ
রাজা সেগুন আরেমু। ছবি: বিবিসি থেকে নেওয়া।

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে গুলি করে হত্যা পর তার স্ত্রীর সঙ্গে আরেকজনকে অপহ𒀰রণ করে নিয়ে গেছে বন্দুকধারীরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে।

বিবিসি জানায়, সেগুন আরেমু ༒একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তবে অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা স্পষ্ট নয়।

নাইজেরিয়ায় অপহরণের ঘটনা মোকাবিলায় জরুরি অবস্থা জারির দাব🍸ি ওঠার দিন কয়েকের মধ্যে এই হত্যা ও অপহরণের ঘটনা ঘটল।

রাজা আরেমু হত্যাকাণ্ডকে ‘বেপরোয়া, মর্মান্তিক ও জঘন্য; আখ্যা দিয়েছেন দেশটির গভরℱ্ন🌜র আব্দুল রহমান আব্দুল রাজ্জাক। তিনি বলেছেন, এ ঘটনায় দায়ীদের আটক করবে কর্তৃপক্ষ।

দেশটির পুলিশ জানিয়েছে, ♎হত্যাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ সপ্তাহের শুরুর দিকে অপহরণকারীরা কাছের একিতি রাজ্যে পাঁচ স্কুলশিশু এবং চার শিক্ষককে জিম্মি করে তাদের মুক্তির জন্য বড় অঙ্কের মুক্তিপণ দাবি করেছে। এ ছাড়া বুধবার রাতে রাজধানী আবুজার বোয়ারি শহরতলিতে অপহৃত হয়েছে এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা। এই এলাকার কাছেই আরেকটি বাড়ি থেকে গতমাসে ছয় বোনকে তাদের বাবাসহ অপহারণ করা হয়েছিল। মু🔯ক্তিপণ দিতে দে𒊎রির কারণে ওই ছয় বোনের একজনকে মেরে ফেলা হয়।

Link copied!