পশ্চিমা সামরিক জোট ౠন্যাটো আগামী সপ্তাহে মহড়া শুরু করছে। এতে অংশ নেবেন জোটটির প্রায় ৯০ হাজার সেনা। মে মাসের শেষ পর্যন্ত এ মহড়া চলবে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার সামরিক জোটটির শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি൲ এ কথা জানান।
মহড়ার উদেশ্য নিয়ে ক্যাভোলি সাংবাদিকদের বলেন, ‘স্টিডফাস্ট ডিফেন্ডার ২০২৪’ নামের এ মহড়ার মধ্য দিয়ে আঞ্চলিক পরিকল্পনাগুলো কীভাবে বাস্তবায়ন করতে হবে, তার অনুশীলন করবে ন্যাটো। রা💎শিয়াকে কীভাবে মোকাবিলা করতে হবে, তা নিয়ে কয়েক দশক ধরে এসব পরিকল্পনা সাজিয়েছে জোটটি।
স্নয়ুযুদ্ধের পর এটিই হতে যাচ্ছে পশ🅺্চিমা সামরিক জোটটির সবচেয়ে বড় মহড়া। এ মহড়ায় ৫০টির বেশি যুদ্ধজাহাজ, ৮০টির বেশি যুদ্ধবিমান থাকবে। এ ছাড়া ১৩৩টি ট্যাংকসহ অন্তত ১ হাজার ১০০টি যুদ্ধযান থাকবে।
এর আগে এ💦 ধরনের বড় আকারের মহড়া হয়েছিল ১৯৮৮ সালে, স্নায়ুযুদ্ধের সময়ে। তখন ১ লাখ ২৫ হাজ🐬ার সেনা মহড়ায় অংশ নিয়েছিলেন।
সামরিক জোটটি আরও বলেছে, এ মহড়ার মধ্য দিয়🔯ে ইউরোপের প্রতিরক্ষাব্যবস্থাকে জোরদার করতে উত্তর আমেরিকা এবং জোটের অন্যান্য অং𝓀শ থেকে দ্রুত বাহিনী মোতায়েনের সক্ষমতা পরীক্ষা করবে ন্যাটো।
স্টিডফাস্ট ডিফেন্ডার মহড়ার দ্বিতীয় পর্বে ন্যাটো পোল্যান্ডে বিশেষ বাহিনী (কুইক রিঅ্যাকশন ফোর্স) মোতায়েনের বিষয়কে গুরুত্ব দেবে। রাশিয়া থেকে হামলা হওয়ার ঝুঁকিতে থাকা বাল্টিক রাষ্ট্রগুলোতেও মহড়া হবে। জার্মানিও হবে মহড়ার একটি স্থান।