দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ𝔉ওয়ায় ‘বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছ𒈔া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওꦏয়া এক পোস্🍎টে তিনি এ শুভেচ্ছা জানান।
পোস্টে মোদি লেখেন, “আমার বন্ধুকে আন্তরিক অভি𒆙নন্দন @realDonaldTrump আপনার ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য। আপনার পূর্ববর্তী মেয়াদের ওপর ভিত্তি করে আপনার এই সফলতা। ভারত-আমেরিকার বৈশ্বিক এবং কৌশলগত অং𓃲শীদারত্বকে আরও শক্তিশালী করতে সহযোগিতা নবায়নের জন্য উন্মুখ হয়ে আছি। আসুন এক সঙ্গে, আমাদের জনগণের উন্নতির জন্য এবং বিশ্ব শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য কাজ করি।”
এরই মধ্যে প্রাথমিক ফলাফলে ২৭০টি ইলেক൩টোরাল কলেজ ভোট পেয়ে গেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেকটোরাল কলেজ ভোট। আর ডেমোক্রেটিক কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ইলেকটোরাল কলেজ ভোট। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ♑নির্বাচনে জয়ী হতে হলে কোনো প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভো💞ট পেতে হয়। তাই এটিকে (২৭০) ‘ম্যাজিক’ সংখ্যা বলা হচ্ছে।