• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


উড়ন্ত অবস্থায় নিখোঁজ মার্কিন যুদ্ধবিমান, খোঁজ চায় কর্তৃপক্ষ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৪:২৫ পিএম
উড়ন্ত অবস্থায় নিখোঁজ মার্কিন যুদ্ধবিমান, খোঁজ চায়  কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ বিমান উড়ন্ত অবস্থায় অদৃশ্য হয়ে গেছে। নিখোঁজ কয়েক কোটি ডলারের 𝔉বিমানটিকে খুঁজে বের করতে জনসাধারণের 🙈কাছে সহায়তা চেয়েছে কর্তৃপক্ষ। খবর আল-জাজিরার।

প্রতিবেদনে বলা হয়, রোববার (১৭ সেপ্টেম্বর) দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি উড়ন্ত এফ-৩৫ যুꦺদ্ধ বিমান থেকে পাইলট বের হয়ে যান। 🔜পাইলট বেঁচে যান এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

পাইলটের নাম প্রকাশ করা হয়নি। মার্কিন কর্তৃপক্ষ ঘটনা♉টিকে ‘দুর্ঘটনা’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

দেশটির সামরিক বাহিনী ব্যয়বহুল বিমানটি খুঁজে পায়নি। ফলে জয়েন্ট বেস চার্ল🉐সটন নামক বিমানঘ🌠াঁটির পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের কাছে সহায়তা চাওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেস চার্লটন প্রকাশিত এক বার্তায় বলা হয়, “যদি আপনার কাছে এমন কোনো তথ্য থাকে যা আমাদের উদ্ধারকারী দলগুলোকে এফ-৩৫ খুঁজে পেতে সাহায্য করতে পারে, তাহল𝓡ে অনুগ্রহ করে বেস ডিফেন্স অপারেশন সেন্টারে কল করুন।”

বিমানঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চার্লসটন ♔শহরের উত্তরে দুটি হ্রদের চারপাশে ফেডারেল বিমান চলাচল নিয়ন্ত্রকদের সঙ্গে সমন্বয় করে অনুসন💫্ধান করছে।

দক্ষিণ ক্যারোলিনা আইন প্রয়োগকারী বিভ𝔉াগের একটি হেলিকপ্টারও অনুসন্ধানে যোগ দিয়েছে।

দ্বিতীয় এফ-৩৫ এর পাইলট জয়েন্🌟ট বেস চার্লসটনে নিরাপদে ফিরে আসতি সক্ষম হন।

বিমান ও পাইলটরা দক্ষিণ ক্যারোলিনার আটলান্টিক উপকূল থেকে দূরে বিউফোর্টে অবস্থিত মেরিন ফাইটার অ্যাটাক ট্রেনিং স্কোয়াড্রন ৫০১-এর 𒈔সঙ্গে ছিল।

লকহিড মার্টিন নির্ম🍒িত বিমানগুলোর প্রতিটির দাম প্রায় ৮ কোটি ডলার।

Link copied!