গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি 👍মাছ ধরার নৌকা ডুবে অন্তত ৫৯ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও ১০০ জনকে উদ্ধার করা হয়েছে। বুধবার গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, জাহাজটি পেলোপনিস উপকূলে ডুবে গেছে।
বুꦍধবার (১৪ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচ🐲ে ভেলে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। গ্রিস ও আলবেনিয়াকে ইতালি এবং সিসিলি দ্বীপ থেকে পৃথককারী আয়োনিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দেশটির কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, প্রবল বাতাসের কারণে উদ্ধার অভিযান কঠিন 🍷হয়ে পড়েছে। ছয়টি কোস্টগার্ড জাহাজ, নৌবাহিনীর একটি ফ্রিগেট, একটি সামরিক পরিবহন এবং বিমান বাহিনীর একটি হেলিকপ্টারের পাশাপাশি বেশ💫 কয়েকটি ব্যক্তিগত জাহাজ উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারজন হাইপোথার্মিয়ায় আক্রান্ত হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোস্টগার্ড আরও জানিয়েছে, ই꧂উরোপের সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি নজরদারি বিমান মঙ্গলবার বিকালের দিকে নৌকাটিকে সাগরে ভাসতে দেখেছিল। তবে নৌকাটির যাত্রীরা সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।
পরবর্তীতে ফ্রন্টেক্স জানায়, নৌকায় থাকা কেউই লাইফ জ্যাকেট পরেননি। নৌকায় ভাসতে থাকা অভিবাসীরা কোন দেশের ন🦩াগরিক, তাৎক্ষণিকভাবে তা প্রকাশ করেনি ইউরোপের এই সীমান্ত সংস্থা।
কর্তৃপক্ষ বলছে, অভিবাসীরা লিবিয়া ꦍথেকে যাত্রা শুরুর পর ইতালির দিকে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া বুধবার গ্রিসের বন্দর পুলিশ বলেছে, ক্রিট উপকূল থেকে প্রা🔯য় ৮০ জন অভিবাসীকে নিয়ে ভাসতে থাকা একটি পালতোলা নৌকা উদ্ধার করেছে কোস্টগার্ডের টহল দল।