পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমের ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গিরির সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার (১৫ মে) এই রায় দেন। খবর ডনের
জামিন পেলেও আরও দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় ইমরান এখনই জেল থেকে ছাড়া পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী নাঈম হায়দার পাঞ্জুথা।
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অবৈধভাবে জমি উপহার নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৮-২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তিনি একজন রিয়েল এস্টেট ডেভলপারের থেকে এই জমি নিয়েছেন।
ইমরানের দলের আইনজীবী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি পিটিআই প্রতিষ্ঠাতা অন্য দুটি মামলায় কারাগারে থাকবেন বলেও জানান।
ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে অবৈধভাবে জমি উপহার নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০১৮-২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন তিনি একজন রিয়েল এস্টেট ডেভলপারের থেকে এই জমি নিয়েছেন।
ইমরানের দলের আইনজীবী সামাজিক যোগাযোগমꦉাধ্যম এক্স-এ জামিন মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি পিটিআই প্রতিষ্ঠাতা অন্য দুটি মামলায় কারাগারে থাকবেন বলেও জানান।