• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতা মেনে নিতে পারি না : বাইডেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৪, ০৮:৫২ এএম
যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতা মেনে নিতে পারি না : বাইডেন
জো বাইডেন। ছবি : সংগৃহীত

যু🐠ক্ত♒রাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বন্দুক হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় 🌞জো বাইডেন বলেন, “যুক্তরাষ্ট্রে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই।ꦍ আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না। পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলি চালানোর বিষয়ে আমꦯাকে ব্রিফ করা হয়েছে। আমি কৃতজ্ঞ যে তিনি নিরাপদে ও ভালো আছেন।”

জো বাইডেন বলেন, “আমি তার (ট্রাম্প) জন্য এবং তার পরিবারের ཧজন্য ও সমাবেশে যারা ছিলেন তাদের জন্য প্রার্থনা করছি। আমরা আরও তথ্যের জন্য অপেক্ষা করছি।”

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নে🗹ই। আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না💯। এর নিন্দা জানাতে এক জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।”

শিগগিরই ট্রাম্পের সঙ্গে কথা বলে তার💃 🦂খোঁজখবর নিতে পারবেন বলে আশা করেন বাইডেন।

শনিবার (১৩ জুলাই) পিটসবার্গ থেকে প♌্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) উত্তরে পেনসিলভানিয়ার বাটলারে নির্বাচনী প্রচারণার সমাবেশে গুলিবিদ্ধ হন রিপাবলিকানের প্রেসিꦜডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী ও ট্রাম্পের এক সমর্থক নিহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাꦗদে ও𝓡ঠেন সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল।

ছড়িয়ে পড়া হামলার একটি ভিডি꧅ওতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ তার কান ঘেঁষে একটি গুলি চলে যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়𒈔।

এরপর সিক্রেট সার্ভ𝄹িসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এ সময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। ট্রাম্পের আঘাত গুরুতর নয় বলে তার প্রচার শিবির থেকে বলা হচ্ছে।

Link copied!