• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


চীন ও আরব দেশগুলোর মধ্যে বিশাল বিনিয়োগ চুক্তি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৩, ০৩:৫১ পিএম
চীন ও আরব দেশগুলোর মধ্যে বিশাল বিনিয়োগ চুক্তি

রিয়াদে চীন-আরব দেশগুলোর ব্যবসায়িক সম্ꦚমেলনে হাজার হাজার কোটি ডলারের বিনিয়োগ চুক্তির কথা ঘোষণা করা হয়েছে। সম্মেলনে চীন থেকে প্রচুর বিনিয়োগকারী ও শিল্পপতি গিয়েছেন। গত মার্চে সৌদির রাষ্ট🥀্রায়ত্ত্ব সংস্থা সৌদি আরামকো চীনের সঙ্গে দুইটি বড় বিনিয়োগ চুক্তিতে সই করেছে।

সোমবার (১২ জুন) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রত🐈িবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে আঞ্চলিক সম্পর্কের সাম্প্রতিক যুগান্তকারী পরিবর্তন।

সৌদি আরবের যুবরাজ সালমাল বলেছেন, আমি পশ্চিমা দুনিয়ার সমালোচনা উপেক্ষা করেছি। আমরা যেখানে সুবিধা পাব, যেখানে সুবিধাজনক ডিܫল পাব, সেখানেই যাব। চীনে তেলের চাহিদা অনেক বেড়েছে। তার কিছুটা সৌদি আরব পূরণ করছে। চীন আমাদের প্রতিদ্বন্দ্বী নয়, চীন আমাদের সহযোগী দেশ। আমরা সহযোগিতার ভিত্তিতে এগোচ্ছি।

সৌদির শক্তিমন্ত্রী খালিদ আল ফলিহ বলেছেন, চীনের সঙ্গে আরব দুনিয়ার প্রতিটি চুক্তি গুরুত্বপূর্ণ। বিশেষ করে তেলের বাইরে অন্য শিল্পের ক্ষেত্রে যে সব বিনিয়োগ চুক্তি হবে, তা আরব দুনিয়ার চেহারা বদলে দিতে পারে। সম্মেলন🧔 শেষ হলে চুক্তির বিষয়ে জানানো হ🧔বে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের𝄹 সৌদি আরব সফরের কয়েকদিনের মধ্যেই এ বিনিয়োগে💞র ঘোষণা হলো।

Link copied!