• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪, ০১:২০ পিএম
এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইরানের ক্ষেপণা✅স্ত্র হামলার রেশ কাটত♔ে না কাটতেই এবার ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

শুক্রবার (৪ অ✱ক্টোবর) সকালে ইসরায়েলের হাইফা শহরে রকে🌞ট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

এতে তাৎক্꧑ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হဣয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়। &n😼bsp;

লেবানিজ ꦓও ফিলিস্তিনিদের ‘বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসাও করাꦯ হয় বিবৃতিতে।

এ🍌দিকে, লেবাননে নতুন করে ইসরায়েলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইর🌼ে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্ꦇলাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে।

ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখ🃏নও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সী𒊎মান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরায়েলের সেনাদের লক্ষ্যবস্তু করেছে।

এর আগে, স💛্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে🔯 দুটি বড় হামলা হয়। গেল ২৪ ঘন্টায় হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।

Link copied!