• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০১:২১ পিএম
যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
বিধ্বস্ত হেলিকপ্টার। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টা♔র ꧑বিধ্বস্তে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৯ মাꦜর্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিছে, স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) টেক্সাসের রিও গ্রান্ডে নদীর কাছে লা গ্রুলা শহরে বিধ্বস্ত হ♚য় হেলিকপ্টারটি।

কাউন্টির শীর্ষ স্থ𒆙ানীয় কর্মকর্তা স্টার কাউন্টি বিচারক এলয় ভেরা জানিয়েছেন, তিন ন্যাশনাল গার্ড সদস্য এবং একজন বর্ডার পেট্রোল এজেন্টকে নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আর অꦆপর একজনের অবস্থা গুরুতর। বোর্ডে থাকা ওই চারজনের মধ্যে একজনꦡ নারী এবং তিনজন পুরুষ ছিলেন।

লা গ্রুলার কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত কর🌠েছেন টেক্সাসের জননিরাপত্𒉰তা বিভাগের লেফটেন্যান্ট ক্রিস্টোফার অলিভারেজ। তবে এ নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লꦏেখ্য, গত মাসেও বেশকিছু মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মিসিসিপিতে প্রশিক্ষণ চলাকালীন একটি হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারিয়ে ভূপতিত হয়। এ ঘটনা𒁃য় দুজন নিহত হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি দুটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় আহত হন দুই পাইলট। ৬ ফেব্রুয়ারি ঝড়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন পাঁচজন মার্কিন সে💜না।

Link copied!