যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অপর দিকে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষায় দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নেগেটিভ ফল এসেছে। সোমবার (৪ সেপ্টেম্বর)🐷 হোয়াইট হাউস প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী এ তথ্🌊য জানিয়েছে ইউএসএ টুডে।
জিল বাইডেনের মুখপাত্র এলিজাবেথ আলেকজান্ডার জানিয়েছে, ফার্স্ট লেডির শরীরে করোনার মৃদু উপসর্গ রয়েছে। তিনি বর্তমানে ডেলাওয়ারের রেহোবোথ সমুদ্রসৈকতে জো বাইডেনের অবকা🌠শযাপনের বাড়িতে রয়েছেন।
হোয়াই🀅ট হাউসের প্রেস সেক্রেটারি কা♌রিন জিন-পিয়েরে জানান, ফার্স্ট লেডির কোভিড শনাক্ত হওয়ার পর সোমবার সন্ধ্যায় প্রেসিডেন্ট বাইডেনের কোভিড পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয়নি।
জিন-পিয়েরে আরও জানা🦹ন, প্রেসিডেন্টকে এই সপ্তাহে নিয়মিত পরীক্ষা করা হবে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
জিল বাইডেনের কোভিড শনাক্তের পর হোয়াইট হাউসে কী ধরনের প্রটোকল নেওয়া হবে, তা এখনো স্পষ্ট নয়। তারা আগামী দিনে প্রেসিডেন্ট অতিরিক্ত কী সতর্কতা অবলম্বন করবেন, সে ব্যাপারেও কিছু জানানো হয়নি। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এক প্র🌄বীণ সেনার মেডেল অব অনার অনুষ্ঠানে জো বাইডেনের উপস্থিত থাকার কথা রয়েছ𝓰ে।
স্ত্রীর করোনা পজিটিভ হওয়ার পর🌞 সোমবার ডেলাওয়ার থেকে জো বাইডেন একাই ফিলাডেলফিয়াতে ফিরে যান।
৭২ বছর বয়সী জিল বাইড🔯💎েন গত বছরের আগস্টে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। আর প্রেসিডেন্ট জো বাইডেন সর্বশেষ গত বছরের জুলাইয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন।