চাকরিচ্যুত হওয়ার পর রোববার ওপেনএআইয়ের সদর দপ্তরে গিয়েছ✅িলেন সংস্থাটির সাবেক সিইও 🌸স্যাম অল্টম্যান। তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও। এতেই গুঞ্জন উঠেছিল, ফের ওপেনএআইয়ে ফিরতে পারেন তারা। তবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ওপেনএআইয়ে ফিরছেন না স্যাম।
বর্তমানে ওপেনএআইয়ের ভারপ্রাপ্ত সিইও হিসেবে আছেন 🧜🔜মিরা মুরাতি। তার আমন্ত্রণেই মূলত সংস্থাটির সদর দপ্তরে যান স্যাম ও গ্রেগ।
এদিকে ওপেন൲এআইয়ের পরিচালনা পর্ষদের প্রধান ইলইয়া সুতস্কেভার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংস্থাটির নতুন ভারপ্রাপ্ত সিইও হিসেবে অ্যামাজানের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সাবেক প্রধান ইম্মিট শিয়ারকে নিয়োগ দেওয়া হবে।
শিয়ার টুইচের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চলতি বছর এ পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার যুক্ত হওয়ার বিষয়ে ওপেনএআই তাৎক্ষণিকভাবে ൩এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে﷽, স্যাম অল্টম্যান নিজের একটি আলাদা প্রতিষ্ঠান তৈরির চিন্তা করছেন। তবে তিনি চ্যাটজিপিটি বটের উন্নয়নের জন্য ফেরার সম্ভাবনা♍ নিয়ে আলোচনা করেছেন।