• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ওপেনএআইয়ের সিইও হিসেবে ফিরবেন না স্যাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৩, ০১:৪৪ পিএম
ওপেনএআইয়ের সিইও হিসেবে ফিরবেন না স্যাম
ওপেনএআইয়ের সাবেক সিইও স্যাম অল্টম্যান। ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত হওয়ার পর রোববার ওপেনএআইয়ের সদর দপ্তরে গিয়েছিলেন সংস্থাটির সাবেক সিইও স্যাম অল্টম্যান। 𒉰তার সঙ্গে ছিলেন সদ্য পদত্যাগ করা প্রেসিডেন্ট গ্রেগ ব্রোকম্যানও। এতেই গুঞ্জন উঠেছিল, ফের ওপেনএআইয়ে ফিরতে পারেন তারা। তবে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ওপেনএআꦫইয়ে ফিরছেন না স্যাম।

বর্তমানে ওপেনএআইয়ের ভারপ্রাপ্ত সিইও হিসেবে আছেন মিরা মুরাতি। তার 🌃আমন্ত্রণেই মূলত সংস্থাটির সদর দপ্ত🐷রে যান স্যাম ও গ্রেগ।

এদিকে ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদের প্রধান ইলইয়া সুতস্কেভার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সংস্থাটির নতুন ভারপ্রাপ্ত সিইও হিসেবে অ্যামাজানের লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচের সাবেক 🔯প্রধান ইম্মিট শিয়ারকে নিয়োগ দেওয়া হবে।

শিয়ার টুইচের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি চলতি বছর এ পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার যুক্ত হওয়া⛦র বিষয়ে ওপেনএআই তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মনౠ্তব্য করেনি।

রয়টাཧর্সের প্রতিবেদন অনুসারে, স্যাম অল্টম্যান নিজের 𒁃একটি আলাদা প্রতিষ্ঠান তৈরির চিন্তা করছেন। তবে তিনি চ্যাটজিপিটি বটের উন্নয়নের জন্য ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন।

Link copied!